Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
অভ্যন্তরীন প্রশিক্ষণ
Details

লালমনিরহাট পওর বিভাগ, বাপাউবো, লালমনিরহাট ও উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগনকে জানানো যাচ্ছে যে, আগামী ০৪-০৪-২০২২খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকায় নিম্ব স্বাক্ষরকারীরর কক্ষে নৈতিকতা কমিটি, পরিবীক্ষণ কমিটির সভা এবং কর্মকর্তা/কর্মচারীগণের অভ্যন্তরীন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সভা ও অভ্যন্তরীন প্রশিক্ষণ অনুষ্ঠানে নি¤œ স্বাক্ষরকারী সভাপতিত্ব করবেন। উক্ত সভা ও অভ্যন্তরীন প্রশিক্ষণ অনুষ্ঠানে লালমনিরহাট পওর বিভাগ, বাপাউবো, লালমনিরহাট ও উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Attachments
Publish Date
03/04/2022
Archieve Date
31/12/2029