Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

উল্লেখযোগ্য অর্জন:

১। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন হাসমারাধর নদীর ৫.০০ কিঃমিঃ, হাতিবান্ধা উপজেলার পানাকারির বিল ৮.০০ কিঃমিঃ কালিগঞ্জ উপজেলার ভাটেশ্বরী নদীর ২৫.০০ কিঃমিঃ আদিতমারী উপজেলার স্বর্ণামতী নদীর ৯.২০ কিঃমিঃ সদর উপজেরার সতী নদীর প্রায় ২৫.০০ কিঃমিঃ খনন করার মাধ্যমে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিস্কাশন, সেচ সুবিধাসহ মৎস চাষ করে নদী/খালের তীরবর্তী জনগণ ও জনপদ উপকৃত হয়।

২। সাবেক ১১৯নং বাঁশকাটা ছিটমহলের ধরলা নদীর ২.০৫০ কিঃমিঃ প্রতিরক্ষামূলক কাজ এবং ৪.০০ কিঃমিঃ দৈর্ঘ্যে নদী খনন করে খননকৃত মাটি/বালি/পলি দ্বারা নীচু ভূমি ও মাটির রাস্তা উচু করার মাধ্যমে বর্ষা মৌসুমে প্রকল্প এলাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি (বাড়ী-ঘর, কৃষিজমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা) বন্যার কবল হতে রক্ষা পায়।

৩। তিস্তা ব্যারেজ হতে চন্ডিমারী পর্যন্ত তিস্তা নদীর বাম তীর 9.250 কিঃমিঃ তীর সংরক্ষণ কাজের ফলে নদী তীরবর্র্তী বিস্তীর্ণ এলাকার জনগণ ও জনজীবন উপকৃত হয়। ফসলী জমি নদী ভাঙ্গন ও বন্যার ঝুঁকিমুক্ত হয়।

৪। লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন ধরলা নদীর ডানতীর বরাবর প্রায় ১.৯০০ কিঃমিঃ তীর প্রতিরক্ষামূলক কাজের মাধ্যমে বর্ষা মৌসুমে সদর উপজেলার বাড়ী-ঘর, কৃষিজমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা বন্যার কবল হতে রক্ষা পায়।