ভবিষ্যৎ সম্ভাবনা/প্রস্তাব
লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন ধরলা নদীর ডানতীরে ৭.৫৫০ কিঃ মিঃ, পাটগ্রাম উপজেলাধীন ধরলা নদীর ডান ও বামতীরে ৯.৫২০ কিঃমিঃ এবং সানিয়াজান নদীর বামতীরে ০.৭০০ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ কাজ। সদর উপজেলাধীন ধরলা ডানতীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামত/পুর্নঃনির্মাণ কাজ ১৮.৫০ কিঃ মিঃ ও পাটগ্রাম উপজেলাধী ধরলা নদী ১৭.৫০০ কিঃমিঃ নদী খনন কাজ বাস্তবায়নের লক্ষ্যে “ধরলা নদীর ভাংগন হতে লালমনিরহাট জেলার পাটগ্রাম ও সদর উপজেলা রক্ষা প্রকল্প” শীর্ষক প্রকল্পটি আইডব্লিউএম কর্তৃক ফিজিবিলিটি ষ্টাডির কাজ চলমান আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS