Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Visit Program and Picture of H.E. Li Jiming, Honourable Ambassador of China in Bangladesh
Details

চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদুত লি জিমিং ০৯/১০/২০২২ খ্রিঃ এবং ১০/১০/২০২২ খ্রিঃ তারিখে লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ, তিস্তা মহিপুর সেতু এবং তিস্তা হরিপুর সেতুর স্থান পরিদর্শন করে তিস্তা নদীর সামগ্রীক অবস্থা পর্যবেক্ষন করেন। পরিদর্শনকালে তিস্তা পাড়ের মানুষের সাথে কথা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে জনগনের আগ্রহ, মতামত, বাস্তব অবস্থা , বিদ্যমান সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ জানার চেষ্টা করেন। পরিদর্শন পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড, রংপুরে প্রকল্প সংশ্লিষ্ট প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কৃষিবিদ এবং নির্বাহী প্রকৌশলীগনের সহিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মত বিনিময় সভায় প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে কি কি বিষয় কারিগরী দিক, বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জসমূহ নিয়ে মতবিনিময় করা হয়।

Image
Publish Date
06/10/2022
Archieve Date
10/11/2022